আমি চাই ।। মুহাম্মদ সাইদুল শিকদার

আমি চাই ।। মুহাম্মদ সাইদুল শিকদার


















আমি চাই
আমার মন আমায় বলুক
তুমি আমার দিকে তাকিছিলে।
আমি চাই
আমার মন অজান্তে
তোমায় খুঁজুক।
আমি চাই
তোমার কমলতা ছুঁয়ে যাক
আমার হৃদয়।
আমি চাই
আমার হৃদয় ভালবাসুক
তোমার অজানা ভুল গুলোকে।

Post a Comment

0 Comments