এ কেমন ভাষা?
এ কেমন ভাষা প্রতিবাদের?
এ কেমন আশা ক্ষমতার?
এ কেমন স্বপ্ন দেখায় মানুষকে।
কেমন করে নামছো ভাই?
মারতে তোমার ভাইকে।
কেমন করে মারছো বোমা?
ধ্বংস করতে তোমার জাতিকে।
দেখছো কি পুঁড়ছে কারা?
সেও তো কারো ভাই কিবা বোন।
হচ্ছে কারো বুক খালি,
ঝড়ছে কোনো মা - বোনের অশ্রুধারা।
আসো ভাই মোরা আজ,
হাতে- হাত, বুকে- বুক মিলাই,
অস্ত্র নয়, আসো প্রতিগিত হই-----
আসো একত্রিত হই।
আর নয় সংঘাত ;
করবে কি নিজের ভাইয়ের সর্বনাশ?
আরো কি ধরবে অস্ত্র?
যা করবে মোদের জাতি ধ্বংস ।
0 Comments