সাহসিকা ✍ মুহাম্মদ সাইদুল শিকদার রণি

সাহসিকা ✍ মুহাম্মদ সাইদুল শিকদার রণি

কবিতাঃ-সাহসিকা
মুহাম্মদ সাইদুল শিকদার রণি
-----------------------------













বালিকা,
আর নয়
এক বিন্দুও জল। 

কোমরে হাত
মাথা উচু পানে
আর নয় নিচু
বুক টান টান।

অনেক দিয়েছো ভালবাসা
এবার হও তুমি
মা, সাহসিকা।

না পাও যদি,
তোমার মর্যাদা।
আর নয় চুপ,
ঠোঁট চলবে ন্যায়ের সরূপ।

অন্যায়ে উঠবে হাত,
কোনো শক্তিকে করবো না কর্ণপাত।
গর্জে উঠো বোন,
নিয়ে আত্নসম্মান।

ভালবাসা আছে,
আছে সম্মানবোধ
এখানেই কেন তোমরা চুপ?
ভালবাসা?!

তুমিও ভালবাসবে।
কিন্তু এই ভালবাসা
না নেয় যেন লালসায় রূপ।

Post a Comment

0 Comments