আমি গরিবের ছেলে ।। মুহাম্মদ সাইদুল শিকদার রণি

আমি গরিবের ছেলে ।। মুহাম্মদ সাইদুল শিকদার রণি

   আমি গরিবের ছেলে
মুহাম্মদ সাইদুল শিকদার রণি
-----------------------













তোমাদের জানালায় বসে আছে
তোমার পোষা প্রিয় বিড়ালটি -----
ও যতটা জানে আমায় তুমি ও জানোনি।
তুমি জানবে কেমন করে?
জানালাটাই তো খোলনি;
আমায় দেখার ভয়ে।
অসহস্র বার করেছি প্রেমে নিবেদন,
ভাল তো বাসনি করেছো ইগনোর,
আমি গরিবের ছেলে বলে।

Post a Comment

0 Comments