মাগো এক টুকরো কাগজ দিবি?

মাগো এক টুকরো কাগজ দিবি?


 
মাগো এক টুকরো কাগজ দিবি?
কবতিা লখিবো বল,ে
পথরে ধারে কুড়ঁিয়ে পাওয়া;
কাঠপন্সেলিটা এসছেি নয়ি।ে

না না হসেো না মা;
তুমি বুঝবে না গো ---
কি ব্যথা আছে এই কবতিায় ?

তোমরা ছলিে না তখন,
তাই বুঝবে নাকো, কি আছে কবতিায়?

ওরা মাগো লখিতে দয়েন-ি----।

ওরা দতিো না গো মা;
লখিতে মোদরে মায়রে ভাষায়।

যদি না মোদরে বীর ছলেরো;
পথে না নামতো,
না ঝড়াতো বুকরে রক্ত।

কাঠ পন্সেলিটা ভঙ্গে,ে
ফলেে দয়িছেলি দূরে কোথাও---
যনে লখিতে না পার,ি
ওদরের্ ক্যা কলাপ।
তুমি হাসছো !
আমারও হাসি পায়।
যখন ছলেে ময়েরো বলে ,
কি আছে কবতিায়?
তার চয়েে বশে আছে মুভটিায়।

ওরা কি বুঝবে বলো?
যদি ওদরে বুকে পারা দয়ি;ে
বলত,বল র্উদুতে কথা।
তবে বুঝতো, এ কি ব্যথা?

তখন বুঝতো কি আছে কবতিায়?
যা নইে ঐ মুভটিায় ।
তবে বুঝতো কি আছে ভাষায়?

যখন পথে হাঁটি মা,
তখন বুকে হয় যন্ত্রনা।

ভুলে ছড়ো-ভরো মোদরে ভাষাটা।

দয়োলে ভুল, পোস্টারে ভুল
ভুলে ভরা ঐ বাংলা বইটা।

যদি কাউকে বল;ি
ভাই এটা ভুল,
তবে তড়েে এসে বল,ে‘ব্যটা ফুল।’

ওরা বুঝবে না এখন,
বুঝতো ওরা ;
যদি ঐদনি বাংলার বীর ছলেরো;
ঝাপ না দয়িে করত ভুল।

তাই তো আমি মা,
ভুলে সব দুঃখ ব্যন্ঞ্জনা;
চাইছি লখিতে এক ফালি কবতিা।

আসো মোরা হই শুদ্ধ-ি--
শ্রোদ্ধা করি শহদি গাজদিরে।

আবার লখিবো মোরা বাংলায় কাব্যগীত।

Post a Comment

0 Comments