রক্তচোষা

রক্তচোষা


রক্তচোষা
_-----------_--------



রক্তচুষা বলব না তো,
কি বলব সমাজ সেবক ?
সমাজে হয়ে আছে তারা মাথা,
কিন্তু করছে কি সমাজের সেবা ?
বটতলায় না হয় সম্নলনে,
দিচ্ছে তারা লম্বা ভাষণ।
কিন্তু করেছে কি চিন্তা তারা ?
ক্ষেত খামারে আছে যারা;
আছে কি ভাল তারা ?

প্রভাত হতে র্সূয্যঅস্ত,
করছে তারা কি যে কষ্ট?
বুঝবে কি তারা ?
যতেই বলুক মন গড়া গল্প তারা।
ক্ষেতের ঘাম ক্ষেতেই শুকায়,
মনের দুtখ ক্ষেতেই লুকায়;
শস্য দেখে চক্ষু জুড়ায়।
মনটা তাদের বড়ই বিষায়;
যখন সমাজ সেবক নামক লোকেরা---
তাদের রক্তচুষে খায়।

Post a Comment

0 Comments