হৃদয়ের আশা // ✍ মুহাম্মদ সাইদুল শিকদার রণি

হৃদয়ের আশা // ✍ মুহাম্মদ সাইদুল শিকদার রণি

            হৃদয়ের আশা
  মুহাম্মদ সাইদুল শিকদার রণি
------------------------------












কোটি লোকের ভিড়ে
তোমায় খুঁজবো আমি ধীরেধীরে।
পাবোনা এ আশা
বাধবে না বাসা
হৃদয়ের হাওরে দিয়েছি বাঁধ।
--------------------------
হারিয়ে ফেলবো আমি
সে গুঁড়িতে বালি।
তোমার ছবি আঁকিনি আমি
কোনো শুকনো পাতায়
আলতো কালিতে।
-----------------------
জানি আমি পাবো তোমায়----
দেখেছি আমি
দিয়েছো তুমি
স্বপ্নে হাতছানি।

Post a Comment

0 Comments