হাবীব আল্লাহ্র
চোখের জলে লিখে দিলাম--
নবী তোমার নাম;
দুই জাহানের নবী তুমি,
হযরত মুহাম্মাদ (সাঃ)।
নবী তোমার নাম;
দুই জাহানের নবী তুমি,
হযরত মুহাম্মাদ (সাঃ)।
এক নজর যদি তোমায়,
দেখতে পেতাম;
জীবনে আর কি বা চাইতাম?
করতে চাই অনুসরণ---
তোমার দেখানো পথ।
করতে চাই প্রচার;
তুমি রাসূল আল্লাহর।
চাই তোমার শাফায়ত --
তোমায় দিয়েছে খুলিয়া,
শাফায়াতের দরজা।
তুমি করলে শাফায়ত;
মিলিবে জান্নাত।
তুমি যে হাবীব আল্লাহর।
দেখতে পেতাম;
জীবনে আর কি বা চাইতাম?
করতে চাই অনুসরণ---
তোমার দেখানো পথ।
করতে চাই প্রচার;
তুমি রাসূল আল্লাহর।
চাই তোমার শাফায়ত --
তোমায় দিয়েছে খুলিয়া,
শাফায়াতের দরজা।
তুমি করলে শাফায়ত;
মিলিবে জান্নাত।
তুমি যে হাবীব আল্লাহর।
রচনাকালঃ ০৪-০৯-১১/ঢাকা।
0 Comments