"অবহেলিত প্রেম"
।। মু.সাইদুল শিকদার রণি ।।
কত কথা লুকানো এই বুকে
কথা দিয়ে তুমি রাখোনি,
দু'চোখের স্বপ্ন গেছে হারিয়ে
শুধু তুমি দেখোনি।
দু'চোখের স্বপ্ন গেছে হারিয়ে
শুধু তুমি দেখোনি।
দেবতার পায়ে তোমার নামে
দিয়েছি পূজো পুষ্পাঞ্জলী-
তুমি হেরে গিয়েও হারোনি,
তুমি সেই মাধবী।
আজও আমার হয় ব্যাথা
ঠোঁঠের উপর ঠোঁট-
গভীর রাতে অসুখ বাড়ে
দগদগে সেই চোট।
যেথায় আছো ভালো থেকো,
এটাই শুধু চাওয়া
আমি আগের মতই আছি
শুধু তুমি নেই
আমার সেই আগের মাধবী লতা।
দিয়েছি পূজো পুষ্পাঞ্জলী-
তুমি হেরে গিয়েও হারোনি,
তুমি সেই মাধবী।
আজও আমার হয় ব্যাথা
ঠোঁঠের উপর ঠোঁট-
গভীর রাতে অসুখ বাড়ে
দগদগে সেই চোট।
যেথায় আছো ভালো থেকো,
এটাই শুধু চাওয়া
আমি আগের মতই আছি
শুধু তুমি নেই
আমার সেই আগের মাধবী লতা।
0 Comments