তোমায় ছাড়া ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

তোমায় ছাড়া ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

         তোমায় ছাড়া
।। মুঃ সাইদুল শিকদার রণি ।।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
তোমায় মন দিয়েছি,
অন্য কাউকে নয়।
ভাল যদি বাসতেই হয়;
তোমায় ছাড়া নয়।
তুমি আমায় পড়তে বলো ;
ভাল লাগে না যে পড়তে আমার----
ভাল লাগে শুধু বলতে তোমায়।
মা বলে বসতে বিয়ে
কিন্তু কি করে?
তোমায় ছাড়া অন্য কারে।

Post a Comment

0 Comments