ছুটি
চাই
।। মু.
সাইদুল শিকদা রণি ।।
আর আরছি না নিতে,
স্যার ছুটি দিতে হবে ।
সকালে উঠে শরীর;
ম্যাজম্যাজ করে ,
স্যার আর পারছি না নিতে।
সকালে উঠে শরীর;
ম্যাজম্যাজ করে ,
স্যার আর পারছি না নিতে।
সকাল বেলা ভূগোল ম্যাডাম ,
কি যে পড়ে ?
নাথায় কিছুই না ঢুকে ।
বাংলা স্যার এসে বিলাসি পড়ে ,
বিলাসি পড়তে - পড়তে -----
চোখের পাতা ঘুমে টোলে পরে ।
কি যে পড়ে ?
নাথায় কিছুই না ঢুকে ।
বাংলা স্যার এসে বিলাসি পড়ে ,
বিলাসি পড়তে - পড়তে -----
চোখের পাতা ঘুমে টোলে পরে ।
স্যার আর আরছি না নিতে,
এবার ছুটি দিতে হবে ।
লিখতে অলসতা লাগে ,
লেখা দেখলে মাথা ভোঁ – ভোঁ করে ।
আর পারছি না নিতে ,
এবার ছটি দিতেই হবে ।
এবার ছুটি দিতে হবে ।
লিখতে অলসতা লাগে ,
লেখা দেখলে মাথা ভোঁ – ভোঁ করে ।
আর পারছি না নিতে ,
এবার ছটি দিতেই হবে ।
এবার যে স্যার পেটে ;
লেগে গেল খিদা।
পেট চো-চো করে ,
তবুও ছুটি মিলে না ।
স্যার এবার ছুটি দিতে হব।
২২/৪/১৪
0 Comments