কাগজের শাপলা
।। মুঃ সাইদুল শিকদার রণি ।।
তোমার জন্য আনতে পারিনি
লাল টকটকে গোলাপ বা রজনীগন্ধা ।
তোমার জন্য এনেছি আমি ,
হাতে বানানো কাগজের সাত রঙ্গের সাতটি শাপলা ।
ভালবাসা যদি থাকে ---
আটকাবে না গোলাপ বা রজনীগন্ধায় ।
ভালবাসা থকবে অমর হয়ে ;
কাগজের শাপলায় ।
0 Comments