সুকেস ভরা সম্মননা ।। মু. সাইদুল শিকদার রণি ।।

সুকেস ভরা সম্মননা ।। মু. সাইদুল শিকদার রণি ।।


    সুকেস ভরা সম্মননা
।।  মু. সাইদুল শিকদার রণি  ।।

















কবিতা লিখেছি--
লেখার তাড়নায় ।
লিখেছি মনের তৃষ্ণায় । 

আমি লেখিনি কবিতা,
কোনো পুরস্কারের আশায়;
কোনো সম্মাননা পাওয়ার আশায়।
 
আমি লিখেছি তাই,
যা আমার মন সারাক্ষণ ;
খুঁজে ফেরে, আমার মন কি বলে?

যদি লিখি  ঘর সাজানো;
কিছু পুরস্কার পাওয়ার জন্য ।

তবে তো নিজেই পারি;
বানিয়ে নিতে সুকেস ভরা সম্মননা ।
    তারিখঃ২২-০৪-২০১৭


Post a Comment

1 Comments