তুমি আসবে বলে ।। মুঃ সাইদুল শিকদার রণি

তুমি আসবে বলে ।। মুঃ সাইদুল শিকদার রণি

        তুমি আসবে বলে
---মুঃ সাইদুল শিকদার রণি













তুমি আসবে বলে,
আসনি কেনে?
তোমায় খুঁজেছি আমি,
কত যে বনে?

পূর্ণ জ্যোৎস্না রাতে,
তোমার কথা ভেবে;
কত যে রাত কেঁটেছে আমার?
শেষ হবে না গুনে।

আজও তোমায় খুঁজি
দীঘির ঘাটে,
নদীর পাড়ে,
বাঁশ বাগানের ওপাশে।

তুমি আসবে বলে,
আসনি আর কেন?
তবুও আমি তোমায়,
ভালোবাসি মনে মনে।

তুমি আসবে বলে,
আসলে না ফিরে;
তবুও তোমার অপেক্ষায়
থাকি পথে ঘাটে।

তোমার জন্য,
একখানা গাঁথা পুষ্প মালা;
যদিও শুকিয়ে গেছে
তাও জল দিই রোজ দু'বেলা।

তুমি বলেছিলে,
আঁচড় লাগে আমার দাঁড়িতে।
তাই আজও রোজ দাঁড়ি ফেলি;
যেন আঁচড় না লাগে তোমার হাতে।

আজও খুব প্রভাতে;
যাই ঝিলের ধারেতে।
তোমায় নিয়ে কত তুলেছি শাপলা?
তোমার কি তা মনে পড়ে?

Post a Comment

0 Comments