পূর্ণিমাসন্ধ্যায় ।। মুঃসাইদুল শিকদার রণি

পূর্ণিমাসন্ধ্যায় ।। মুঃসাইদুল শিকদার রণি

      পূর্ণিমাসন্ধ্যায়
-------------------------



















পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়।

তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা।

তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥

Post a Comment

0 Comments