ভালবাসা ।। মুহাম্মদ সাইদুল শিকদার রণি

ভালবাসা ।। মুহাম্মদ সাইদুল শিকদার রণি

 ভালবাসা















হৃদয়ের মাঝে অর্থাৎহীন ভালবাসা
অর্থ খুঁজতে গেলে
থাকে না কোনো আশা।

হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা প্রেম
খুটিয়ে দেখতে গেলেই
সব হয়ে যায় গেম।

সবার জীবনে থাকে সব
খুঁজতে গেলে অতি ভবিষৎত
ভুগতে হয় অনন্ত ভর।

Post a Comment

0 Comments