প্রিয়তম ।। মুহাম্মদ সাইদুল শিকদার রণি।

প্রিয়তম ।। মুহাম্মদ সাইদুল শিকদার রণি।

প্রিয়তমা

















রাজ্যে স্বপ্নই একমাত্র আশা।
আলোর দিগন্তে যেমন
সূর্য্য আলোর দিশারী
আমার হৃদয়ের রাজ্যে
তুমি একমাত্র ভালবাসা।
----------------------------------------
বিশাল আকাশে নীলকে
ঢাকতে যেমন ব্যর্থ চেষ্টা মেঘের
তেমনি তোমার আমার মাঝে
কাঁটা হয়ে থাকে সংসার যামেলা
------------------------------------------------
তবুও বলছি
তুমি আমার একমাত্র প্রিয়তমা।
----- মুহাম্মদ সাইদুল শিকদার রণি।

Post a Comment

0 Comments