★ তবুও সে নারী ★
--------মুঃসাইদুল শিকদার রণি
যদিও সে মায়ের জাত,
তবুও সে নারী!
যদিও সে ঘরের বউ ;
তবুও সে হতে পারে ছলনাময়ী।
অনেক সাজানো ঘর ভেঙে গেছে,
নতুন ঘর গড়তে।
অন্য কোনো কারণ নয়,
শুধু নারীর ছলনাতে।
আবার অনেক নারী,
করতে গিয়ে ভাল;
হারিয়েছে তার যা ছিল সবই।
সেও তো নারী!
যে হয় সংসারে নতুন গিন্নী।
সেই হয় মা ;
সেও তো নারী,
যিনি ছলনাময়ী।
ঘরের নতুন বউ,
সেও হবে মা।
সেও হবে শাশুড়ি,
তার কন্যা দিতে হবে পারি ;
হতে হবে নতুন করে সাংসারি।
তবুও সে নারী!
২৬/০৯/১৭
ঢাকা,বাংলাদেশ।
0 Comments