★আজ হাতির ঝিলে বসে লেখা।★

★আজ হাতির ঝিলে বসে লেখা।★

★আজ হাতির ঝিলে বসে লেখা।★



বহু দিন আমি এ পথে হাঁটিনি;
কারণ সে ছিল না।
আজ খবর পেয়েছি,
লোক মারফৎ,
সে এসেছে নায়র।
আজ তাই চলেছি সে পথে,
কারণ,
বহু দিন দেখিনি ;
তার চন্দ্রমুখে জ্যোৎস্না হাসি।
তাকে বহু দিন বিলা হয়নি;
তাকে কত ভালবাসি। 

Post a Comment

0 Comments