শেষ কথা ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

শেষ কথা ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

         শেষ কথা
__------------------






















স্কুল পাড়ার মোড়ে
খুঁজছেি তোমায় অনকে করে
খুঁজছেি তোমায় অগ্নশিখিার মোড়ে
কন্তিু কোথায় তুমি
পলোম না কোথাও।

যখন তুমি দাড়াঁতে
স্কুল পথরে ওপাশে
কনিবা চায়রে দোকানে
চায়ে দয়িে চুমুক , ফুঁ঳কতে ফুঁকতে সগিারটে
তাকয়িে থাকতে স্কুলরে জানালায়।
                                              

হচ্ছলি ইচ্ছে
দুটো কান ধরে
ঠাশ ঠাশ করে
মারি তোমার গালে
তবে হবে শান্তি এই মন।


আজ বড় হাসি পায়

মন ভরে বষিাদে

কতই না খুজঁেছি তোমায়

খুজঁেছি কতখান?

কভিাবে তুমি এত নষ্ঠিুর হল?

 আজ আমার মন বড়ই

সদেনি যদি ওদরে

মারতে করতাম মানা

আজ অপরাধবোধ দতি না

আমার মনে হানা।



তারপরও তো

এসছেলিে দু’দনি পর

দৗেড়ে ছলিে কতক্ষণ!

আমার রক্সিার পছিনে

ভাবলে আজৃৃৃ!



সদেনি তুমি বোধ হয়

করছেলিে খুব রাগ

যদেনি তোমার সাদার্ শাটে

দয়িছেলিাম ঢলেে ফুঁচকার টক

আজ আবার ও দতিে ইচ্ছে কর।ে



আজ না আমার

বড়ই ইচ্ছে হয়

শ্রাবণ মাসরে বকিলেে

তোমার পাশে বসে রক্সিায়

ঘুরতে সারা শহর।

                                       

অনকেরে কাছে করছেি জগিাষা

চায়রে দোকান,েঝালমুড়ি ওয়ালার কাছে

তুমি খলেতে যে বাচ্চাদরে সাথে

কন্তিু কউে দতিে পারনেি

আমায় বলে তোমার হদসি।



পরে অনকে কদেঁেছি

তোমার কথা ভবেে

অনকে দয়িছেে গালি

তুমি আসনি বলে

পারলে তুমি রাগ করে থাকত?ে





বয়স আজর্ ষাট ছুই-ছুই করে

আজও তোমায় দখেতে

বড়ই ইচ্ছে করে

কোথায় পাব তোমায়?

তবুও মন স্বপ্ন দখে।ে



শুনছেি তুমি করোনি বয়িে

অভমিানে নাকি অপক্ষোত?ে

কসিরে আশায় ?

বধেঁেছলিে বাসা

পুড়লওে বা কনে সইে বাসা?



বাচঁবো আর ক’দনি?

বইবো বা আর ক’দনি?

এই অভশিপ্ত জীবন

এখন শুধু প্রতক্ষিা

কবে হবে এই জীবনরে শষে টকিা।



প্রতটিি ক্ষণে

তাকয়িে আকাশ পানে

খুঁজছেি তোমার নয়ন

যা করত প্রত্যাশা

আমার নয়ন মাঝ।ে



পথে বাচ্চারা

যখন করে খলোধুলা

তাদরে মাঝওে খুজঁে তোমায়

কন্তিু নাৃৃ

পাই নাই কোনো বলোয়।



হাঁটতিে পারনিা বাতে

ছলেে ময়েদেরে হাত ধরে

যাই ডাক্তাররে কাছে

তখনও আমার আঁখি

তোমায় খোঁজে পথ।ে

     

যখন বলেকনিতিে বসে

পড়ি সমরশেরে “ এই আমি রণেু”

তখন তোমার চঠিরি কথা

বড্ড মনে পড়ে

ভুলবো না আমি চঠিরি শষে কথা।



তোমার প্রয়ি সইে

রবীন্দ্রনাথরে “এতরাত্রী”

আমি আজও পড়ি

পড়ে তোমায় মনে করি

গল্পরে মাঝ।ে



শুনছেি তুমি

এসছেো দশেে

একটু সময় হবে ক?ি

তোমার মতন বখ্যিাত লোকরে

আমায় জন্যে ।



আমার একটি কথা ছলি
তোমায় বলব বলব করে
খুঁজছেি অনকে খানে
হবে কি তোমার সময়?
শুনতে আমার শষে কথা ।


۞মুহাম্মদ ‍সাইদুল শকিদার রণি

Post a Comment

0 Comments