বাবা, তোমার হাতটি আমার মাথায় রেখো
********************************
লোকে বল,
আমি তোমার কলংক
হয়তো তা সত্য।
মা হারিয়েছি কৈশোরে
বাপ হয়ছেে পর।
বোনরা এখন সংসারী
ভাই পেয়েছেে সঙ্গিনী।
আমি বা কে তার?
লোকে বল,ে
বলুক কথা যাতা।
ফল হবে কি কথা দয়িা?
র্কমে থাকবে যে ফল,
পাবে তা আমার কপাল।
আমি কোনো বর চাই না।
যা আমি পাওয়ার যোগ্য,
আমি তাই চাই।
আমি চাই না,
জোর কর,ে
তোমার ভালবাসা।
আমি কখনও বলবো না,
আমায় তুমি বুকে জরয়িে ধরো;
হয়তো আমি তার যোগ্য নই।
আমি বলবো না,
আমায় আর্শীবাদ করো।
আমি যদি তার যোগ্য হই------
আমি বলবো,
বাবা, তোমার হাতটি আমার মাথায় রখেো।
********************************
লোকে বল,
আমি তোমার কলংক
হয়তো তা সত্য।
মা হারিয়েছি কৈশোরে
বাপ হয়ছেে পর।
বোনরা এখন সংসারী
ভাই পেয়েছেে সঙ্গিনী।
আমি বা কে তার?
লোকে বল,ে
বলুক কথা যাতা।
ফল হবে কি কথা দয়িা?
র্কমে থাকবে যে ফল,
পাবে তা আমার কপাল।
আমি কোনো বর চাই না।
যা আমি পাওয়ার যোগ্য,
আমি তাই চাই।
আমি চাই না,
জোর কর,ে
তোমার ভালবাসা।
আমি কখনও বলবো না,
আমায় তুমি বুকে জরয়িে ধরো;
হয়তো আমি তার যোগ্য নই।
আমি বলবো না,
আমায় আর্শীবাদ করো।
আমি যদি তার যোগ্য হই------
আমি বলবো,
বাবা, তোমার হাতটি আমার মাথায় রখেো।
0 Comments