আমি ও বিনা ।। মু.সাইদুল শিকদার রণি ।।

আমি ও বিনা ।। মু.সাইদুল শিকদার রণি ।।

              আমি ও বিনা
।। মু.সাইদুল শিকদার রণি ।।

সেদিন পাঠশালায়;
আমি ও সে বসে ছিলাম,
দুজন দুজনার হস্ত আলিঙ্গনায় ।
সেদিন সে আমার প্রশ্ন করেছিল,
আবেগ মাখা ভিজা চোখে;
“তুমি কি ভালবাস অকে?’’
আমিও উত্তর দিয়েছিলাম তাকে;তারই প্রশ্নে,
“মনে কি হয় তা ?’’
উত্তর দিয়েছিল সে কেঁদে ফেলে,
“না বাস ভাল অকে’’
আমি বলেছিলাম,“তবে না।’’
তখন বিনার মুখে;
দেখেছিলাম যে হাসি,
তা চন্দ্রের হাসিকেও হার মানায়।

একদিন জিদের বসে,  
তাকে মেরে ছিলাম চড়
সে কেঁদেছিল অভিমানে---
আমায় করেনি সে পর
দুদিন পর দেখা হয়েছিল,
মোল্লা বাড়ির বাজারে;
অভিমান ভুলে সে হাত নেড়ে,
জাগিয়ে দিয়েছিল আমার ঘুমান্ত হৃদয়কে
একেই কি বলে ভালবাসা ?
তবে আমি ভালবাসি তাকে
অভিমান না থাকলে নাকি---  
হয় গভীর ভালবাসা
আমার ও বিনার মাঝেও ছিল গভীর ভালবাসা
সকল অভিমান ভুলে,
এসে ছিলাম আমরা দুজন কাছা-কাছি
সেই থেকে আমরা দুজন জানি,  
আমরা দুজন-দুজন কে খুব ভালবাসসি ।
   
১০/০৫/২০১২
ঢাকা ।

Post a Comment

0 Comments