আমার কথা কি মনে পড়ে ? ।। মু.সাইদুল শিকদার রণি ।।

আমার কথা কি মনে পড়ে ? ।। মু.সাইদুল শিকদার রণি ।।

আমার কথা কি মনে পড়ে ?

।। মু.সাইদুল শিকদার রণি ।।



সেই শৈশবে কথা
সবাই উঠতাম খুব ভোরে
যখন সূর্য মামাও হত না  
আমরা হতাম প্রথম।

ভোরের আগে ভেঙ্গে যেত ঘুম
ফুলের টানে
খুব ভোরে ।
তখনও কুয়াশার মাঝে
উঁকি দেয়া শুরু করেনি প্রথম সূর্যলোক।

কুয়াশায় যেত না দেখা
কে আছে ধারে কাছে
শুধু হত এক দৌড়
কে আবার যাবে চলে?
সে হবে প্রথম।

কে যাবে কার আগে পৌচ্ছে
কুঁড়িয়ে নিবে সে
ভোরের কুয়াশায় ভেজা
প্রথম তাজা বকুল ।




আমার কথা কি মনে পড়ে ?
সেই যে মিষ্টি সকালে
সূর্য যখন শুরু করেছে লুকোচুরি কুয়াশার সাথে ।
আমরা তখন পুকুর পাড়ে
পুতুল সাজাতাম;
পুতুলের বিয়ে দিব বলে ।

সেই পুতুল বিয়ে আর হল না
মনে পরলেই হাসি পায়
তুমি যে সেই চলে গেলে পুতুল নিয়ে
আর এলে না ফিরে ।
আমার কথা কি মনে পড়ে ?


ঢাকা-২৭/০৯/২০১৯.



Post a Comment

0 Comments