সেদিন যেদিন।। মু.সাইদুল শিকদার রণি ।।

সেদিন যেদিন।। মু.সাইদুল শিকদার রণি ।।


         সেদিন যেদিন

।। মু.সাইদুল শিকদার রণি ।।

 













আজ সবাই আসে ধারে কাছে----
সেদিন কেউ আর থাকবে না পাশে
আজ আছে তাই;
সবাই ঘিরে থাকে
 
যেদিন থাকবো না,
থাকবে শুধু খোসা।
আসবে না কেউ ধারে;
অতি আপন জন হলেও
 
সেদিন হবো পর
যেদিন থাকবো না আমি
শুধু থাকবে আমার গড়া ঘর

Post a Comment

0 Comments