ভালবাসি
।। মু.সাইদুল শিকদার রণি ।।
আমার কোন উত্তরের দরকার নেই,
কোন কিছু জানারও দরকার নেই।
আমার শুধুই তোমাকে দরকার নীল।
তুমি তো জানোই নীল....
তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারিনা।
তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা নীল।
আমাকে ফেলে তুমি কথাও যেওনা নীল।
কথা দাও যাবেনা কোথাও আমাকে ছেড়ে।
তোমাকে আমি অনেক ভালোবাসি নীল।
অনেক অনেক অনেক ভালোবাসি।
তোমাকে আরও ভালোবাসতে চাই নীল।
ভালোবাসার জগতে যত ভালোবাসা আছে
তার চেয়েও অনেক বেশি ভালোবাসতে চাই।
সারাটা জীবন কাটিয়ে দিতে চাই
তোমাকে বুকে জড়িয়ে ধরে,
মনের গভীরের ভালবাসায় সিক্ত করে।
তোমার কোলে শুয়ে রঙ্গিন সুখের স্বপ্ন দেখতে চাই নীল।
আর তোমার কানে এটাই বলে যেতে চাই,
নীল, আমি তোমাকে ভালবাসি।
*****
কোন কিছু জানারও দরকার নেই।
আমার শুধুই তোমাকে দরকার নীল।
তুমি তো জানোই নীল....
তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারিনা।
তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা নীল।
আমাকে ফেলে তুমি কথাও যেওনা নীল।
কথা দাও যাবেনা কোথাও আমাকে ছেড়ে।
তোমাকে আমি অনেক ভালোবাসি নীল।
অনেক অনেক অনেক ভালোবাসি।
তোমাকে আরও ভালোবাসতে চাই নীল।
ভালোবাসার জগতে যত ভালোবাসা আছে
তার চেয়েও অনেক বেশি ভালোবাসতে চাই।
সারাটা জীবন কাটিয়ে দিতে চাই
তোমাকে বুকে জড়িয়ে ধরে,
মনের গভীরের ভালবাসায় সিক্ত করে।
তোমার কোলে শুয়ে রঙ্গিন সুখের স্বপ্ন দেখতে চাই নীল।
আর তোমার কানে এটাই বলে যেতে চাই,
নীল, আমি তোমাকে ভালবাসি।
*****
0 Comments