পল্লির দিন ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

পল্লির দিন ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।




দুই ধারে সবুজের সমাহার,
মাঝে বইছে এঁকে-বেঁকে;
পান্ডব গাঙ।

মাঝি ধরিয়া জারি গান,
চারপাশ করল ভারি;
নাও বাইছে মাঝি,
উতাল - পাতাল করি।

চারপাশে কূহ-কূহ কলোহল,
হাওয়ায় দুলছে গাছের ডাল।
বধুরা ভারিয়া কলসি্,
যাচ্ছে দল বাঁধি।
ছেলে - মেয়ে কাঁটছে সাঁতার ,
নদীর এপার - ওপার ধরি।

জাল ফেলে জেলে,
টানছে ধরিয়া দঁড়ি;
দেখিতে রূপালি হাসি।

কৃষক কাটিঁয়া মাথায় তুলিয়া,
দুলাইয়া আনছে ধানের আঁটি।
বাজিয়ে বাঁশি ,
রাখাল চলছে বাড়ি,
সঙ্গে নিয়া গরুর পাল।

নিঝুমতিমির যামিনি-----
তার মাঝে উকি দেয়;
দল বেঁধে জোঁনাকি।

ঝিকি-মিকি জ্বলে তাঁরা;
গণণ জুড়ে করছে খেলা।
কি সুন্দর চাঁদ?
জ্যোস্না ভরা নিশি রাত
Top of Form
Bottom of Form

Post a Comment

0 Comments