শিক্ষিত
।। মুঃ সাইদুল শিকদার রণি ।।
।। মুঃ সাইদুল শিকদার রণি ।।
শিক্ষিত কাকে কয়?
দু- কলম লিখলেই কি শিক্ষিত হয়?
ডিগ্রি তার ভারি ভারি,
গলায় ঝুলায় টাই।
বুক পকেটে দামি কলম;
তারে কি শিক্ষিত বলা যায়?
আমি বাপু বুঝি কম,
শিক্ষিত না লেখাপড়া করছি কম।
কেউ বুঝালে বুঝি, না বুঝালে নাই।
অল্প কথায় সরল ভাষায়,
আমি বুঝি ভাই;
কঠিন কঠিন কথা নয়,
সরল সহজ চাই।
রিক্সা চালকে বললে ইউনিভার্সিটি ---
চেনে তবে! চেনে না বিশ্ববিদ্যালয় কি?
আমি ভাই সরল মানুষ,
সহজ ভাবে বুঝি,
মা শিক্ষিয়েছে মুই ---
কেমনে বলি আমি ?
চার - পাঁচ টা শিক্ষা সনদ,
থাকলেই সে কি শিক্ষিত হয়?
ব্যবহার যদি হয় বংশর পরিচয়;
কিসে হবে শিক্ষিতের পরিচয়?
বাপে করে দারোয়ানি,
মা লেপে গোবর দিয়া ঘর,
ছেলে বলে, চেয়ারম্যান বাড়ি করছি বিয়া,
শিকদার বাড়ি থাকমু না বউ নিয়া "
আমি কম জানি,
তাই কম করে বুঝি।
বাপে আমায় করছে মানুষ,
রক্ত পানি করি।
বেশি কথা কমু না ভাই,
লাগবে তাদের গায়ে।
শিক্ষিত কারা বুঝবো না ভাই,
আমায় সরল সহজ ভাষায় বুঝিয়ে দিতে হবে।
ঢাকা-----০৪/১০/১৭।
দু- কলম লিখলেই কি শিক্ষিত হয়?
ডিগ্রি তার ভারি ভারি,
গলায় ঝুলায় টাই।
বুক পকেটে দামি কলম;
তারে কি শিক্ষিত বলা যায়?
আমি বাপু বুঝি কম,
শিক্ষিত না লেখাপড়া করছি কম।
কেউ বুঝালে বুঝি, না বুঝালে নাই।
অল্প কথায় সরল ভাষায়,
আমি বুঝি ভাই;
কঠিন কঠিন কথা নয়,
সরল সহজ চাই।
রিক্সা চালকে বললে ইউনিভার্সিটি ---
চেনে তবে! চেনে না বিশ্ববিদ্যালয় কি?
আমি ভাই সরল মানুষ,
সহজ ভাবে বুঝি,
মা শিক্ষিয়েছে মুই ---
কেমনে বলি আমি ?
চার - পাঁচ টা শিক্ষা সনদ,
থাকলেই সে কি শিক্ষিত হয়?
ব্যবহার যদি হয় বংশর পরিচয়;
কিসে হবে শিক্ষিতের পরিচয়?
বাপে করে দারোয়ানি,
মা লেপে গোবর দিয়া ঘর,
ছেলে বলে, চেয়ারম্যান বাড়ি করছি বিয়া,
শিকদার বাড়ি থাকমু না বউ নিয়া "
আমি কম জানি,
তাই কম করে বুঝি।
বাপে আমায় করছে মানুষ,
রক্ত পানি করি।
বেশি কথা কমু না ভাই,
লাগবে তাদের গায়ে।
শিক্ষিত কারা বুঝবো না ভাই,
আমায় সরল সহজ ভাষায় বুঝিয়ে দিতে হবে।
ঢাকা-----০৪/১০/১৭।
0 Comments