কাঁদিস না মা ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

কাঁদিস না মা ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

        কাঁদিস না মা

 

























তোর নয়নে দেখিলে জল,
মনটা আমার হয় ব্যাকুল।
মনে হয় রে মা,
জনম ভর যত করলাম শ্রম;
সব হল রে পন্ডশ্রম ।

আমার একটাই আকুতি,
তুই কাঁদিস না মা।
তোর নয়নে যত অশ্রুপাত,
ভরিয়া উঠে খোদার দরবার।

মাগো ক্ষমা করিস,
তোর চরণে মোরে একটু ঠাই দিস।
মাগো তুই কাঁদিয়া আর;
করিস না আমায় আর পাপী।

কাঁদিস না মা,
তুই কাঁদি্লে মনে হয়,
পারলাম না আমি;
করতে তোর যতন।
মা ক্ষমা করিস ,
তোর অবাধ্য সন্তান।
 
               ১০/০১/১১

Post a Comment

0 Comments