রক্তে ঝরা ফেব্রুয়ারি
।। মু.সাইদুল শিকদার রণি ।।
![]() |
Add caption |
আমজনতার রক্ত ঝরা
একুশে ফেব্রুয়ারি ।
আমজনতার ভালবাসার
অমর এই ফলশ্রুতি ।
মাতৃভাষাকে ভালবেসে
দিয়ে গেছে প্রাণ;
তাই তো আমরা অমর
করেছি
সেই ব্যক্তিদের নাম।
ফেব্রুয়ারির এই একুশ
তারিখ
ফুল দিয়ে তাদের
শ্রোদ্ধা করি ।
রাখতে চাই অমর করে
শোক গাঁথা এই
ফেব্রুয়ারি।
১৭/০২/২০১২/ঢাকা।
0 Comments