রক্তে ঝরা ফেব্রুয়ারি ।। মু.সাইদুল শিকদার রণি ।।

রক্তে ঝরা ফেব্রুয়ারি ।। মু.সাইদুল শিকদার রণি ।।

  রক্তে ঝরা ফেব্রুয়ারি
।। মু.সাইদুল শিকদার রণি ।।

Add caption















আমজনতার রক্ত ঝরা  
একুশে ফেব্রুয়ারি
আমজনতার ভালবাসার
অমর এই ফলশ্রুতি

মাতৃভাষাকে ভালবেসে
দিয়ে গেছে প্রাণ;
তাই তো আমরা অমর করেছি
সেই ব্যক্তিদের নাম।

ফেব্রুয়ারির এই একুশ তারিখ
ফুল দিয়ে তাদের শ্রোদ্ধা করি ।
রাখতে চাই অমর করে
শোক গাঁথা এই ফেব্রুয়ারি।
            ১৭/০২/২০১২/ঢাকা।

Post a Comment

0 Comments