আপন নীড় ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

আপন নীড় ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

          আপন নীড়

।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

















যেথায় থাকি
যেথায় ঘুরি
মন টা থাকে বাসায় পরি।

যেথায় ঘুমাই
যেথায় খাই
বাসার মত শান্তি নাই ।

ঘুরেছি অনেক
দেখেছি অনেক
খেয়েছি অনেক পদের মিঠা ।
স্বাদ লাগে না বাসার মত
অন্য কোনো কোথারও পিঠা ।

আপন নীড়ে
আপন সুখ
যদি থাকে, তবে থাকুক
বিন্দুখানি দুখ।


Post a Comment

0 Comments