ভোরের আলো
।। মুঃ সাইদুল শিকদার রণি ।।
-----------------------------
ভোরের আলো,
তোমার অপেক্ষায়।
ভোরের আলো......
তোমায় দিক্ষার ।
তোমায় দিক্ষার ।
ভোরের আলোয় ফুটলে পত্রিকায় ;
মা-বোনের বস্ত্র ভিক্ষা,
মা-বোনের বস্ত্র ভিক্ষা,
নির্যাতন, নাই কোনো শিক্ষা ।
টেলিভিশন করলে চালু
মাথা আর থাকে না উচু।
মাথা আর থাকে না উচু।
রাতের আঁধারে,
কোনো বোন হয়েছে হাত বদল;
কোনো বোন হয়েছে হাত বদল;
কোনো বোন হয়েছে নির্যাতন ।
কেমন জাতি আমরা ? !
মা- বোনকে দিচ্ছি বেচে ,
মা- বোনকে দিচ্ছি বেচে ,
ঘ্রিণাও নাই পিচাশ আমরা -----
দেখতে নর্তকীর নগ্নতা।
দেখতে নর্তকীর নগ্নতা।
ভোরের আলো তোমার অপেক্ষায়,
কত বোনের চোখে অশ্রু।
কত বোনের চোখে অশ্রু।
তুমি আসো ভোর;
নিয়ে তোমার সভ্য আলো।
নিয়ে তোমার সভ্য আলো।
৩১.০৭.২০১৫
0 Comments