মায়ের জন্য আর্তনাদ ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

মায়ের জন্য আর্তনাদ ।। মুঃ সাইদুল শিকদার রণি ।।

      মায়ের জন্য আর্তনাদ
।। মুঃ সাইদুল শকিদার রণি ।।
  

 















বিধি-      তাকয়িে আছি,
             তোমার  পানে----
বিধি-     ক্ষমা কর মাকে।
             অশ্রু দিয়ে ভাসয়িে বুক।             
             তুলেছি দুই হাত  তোমার দুয়ারে,
বিধি-      কর ক্ষমা, মোর মাকে।
বিধি-      ক্ষমা চাই, মার লাগি।
            এ সুন্দর ভূবনে দেখিতে চাই,
            মার মুখ খানি।
বিধি-    মা যদি যায় চলে ,
            ছাড়িয়া ভূবণ  মায়া।
বিধি-   এ সুন্দর ভূবনে,
            কাকে ডাকিব  মা বলিয়া।
            ওহো বিধি,
            এ ভূবনে কেউ বুঝেনা,
            মনের বেদনা,
            মা বুঝে মনের সকল চেতনা।
বিধি-    অসুস্থ হয়ে মোর মায়,
            পড়ে আছে বিছানায়।
            কেমনে করব  প্রকাশ?
            এ বেদনার বাণী।
বিধি-     ফাঁটিয়া যায়  বুকখানি।
বিধি-     মা কহিলবললি ,
            করিতে শোভন আহার।
বিধি-      মোর মায় আছে পড়ে,
            ছড়েে আহার।
বিধি-      মাকে ছাড়া এই মুখে,
            কেমনে তুলি খাবার?
বিধি-      ক্ষমা কর,মোর মাকে।
            এ ভূবন কত যে সুন্দরÑ
            কিন্তু বিধি- মা যে মোর,
            তার চেয়েও চন্দ্রমুখী।
বিধি-    এ সুন্দর ভূবনে থাকতইে,
            চাই মার,চরণে ঠাঁই।
          
*          *          *          *          *


বিধি-     দিলা ডাকÑ
            থেমে গেল সব রাগ,
            চলিয়া গেল মা,
            ছাড়িয়া ভূবন  মায়া।
বিধি-     কার কোলে,রাখিয়া মাথা
            পারিব পরম সুখে ঘুমাইতে।
বিধি-     সে চির ঘুম ঘুমাইল,
            মোর হাতের উপরে।
বিধি-     কার কপালে দিব চুমো,
            তাকে আজ ঘুম পাড়িয়েছি,
            সাদা কাপড় মুড়িয়ে।
বিধি-     তোমার ডাক পাইয়া,
            ছাড়িয়া গেল,
            ফেলিয়া স্বজন মায়া।
বিধি-     তোমার কাছে,
            মোর শ্রেষ্ঠ চাওয়া।
বিধি-     পালন করিও মোর মাকে,
             স্বর্গে রাখিয়া।



Post a Comment

0 Comments