শুরু থেকে শুরু
✍ মুঃ সাইদুল শিকদার রণি
------------------------
✍ মুঃ সাইদুল শিকদার রণি
------------------------
সদ্য যখন মাতৃগর্ভ হতে
পা দিলাম এই পৃথিবীতে;
যদিও শুনিনি,তবু লোকে বলে,
শুরু হল তবে।
পা দিলাম এই পৃথিবীতে;
যদিও শুনিনি,তবু লোকে বলে,
শুরু হল তবে।
প্রথম যেদিন গেলাম পাঠশালায়
হুজুরও বলল,
এই হল যাত্রাশুরু আল্লাহ'র রাস্তায়।
সেদিন আমি সদ্য কিশোর
প্রাথমিক ঢেঙিয়ে
আজ হাই স্কুলের গন্ডিতে।
সেদিনও নাকি হল শুরু?
বললেন শিক্ষাগুরু।
এবার নাকি হবে শেষ?
হাই স্কুলের ছিল যত রেষ।
কোথায় কি?
এ দেখে হল আবার শুরু!
তবে কি বললেন প্রিয়গুরু?
নতুন ভাবে করো শুরু
বললেন নতুন গুরু।
পাড় হলাম অতি কষ্টে- শিষ্টে,
দিতে ডুপ বিদ্যাসাগরের স্বরূপ।
কোথায় হবে? কিসের শেষ?
এবার হবে আসল শুরু
বললেন শ্রেষ্ঠ গুরু।
করো তবে,শুরু থেকে শুরু।
হুজুরও বলল,
এই হল যাত্রাশুরু আল্লাহ'র রাস্তায়।
সেদিন আমি সদ্য কিশোর
প্রাথমিক ঢেঙিয়ে
আজ হাই স্কুলের গন্ডিতে।
সেদিনও নাকি হল শুরু?
বললেন শিক্ষাগুরু।
এবার নাকি হবে শেষ?
হাই স্কুলের ছিল যত রেষ।
কোথায় কি?
এ দেখে হল আবার শুরু!
তবে কি বললেন প্রিয়গুরু?
নতুন ভাবে করো শুরু
বললেন নতুন গুরু।
পাড় হলাম অতি কষ্টে- শিষ্টে,
দিতে ডুপ বিদ্যাসাগরের স্বরূপ।
কোথায় হবে? কিসের শেষ?
এবার হবে আসল শুরু
বললেন শ্রেষ্ঠ গুরু।
করো তবে,শুরু থেকে শুরু।
0 Comments