অপেক্ষায় ফেলি জল
--------------------
নিরবে ফেলি চোখের জল
অপেক্ষায় থাকি সারাক্ষণ
আসবে তুমি নিরবে।
আঁধারে আলিঙ্গনে আমায়
ভাসাবে তোমার ভালবাসায়।
অপেক্ষায় থাকি নিরবে
পথ চেয়ে সর্বাক্ষনে।
তুমি আসবে
আমায় ভালবাসবে।
তাই তো অপেক্ষায়
ফেলি নিরবে চোখের জল
তোমায় ভেবে সর্বাক্ষন।
0 Comments