পোঁষা পাখি
।। মু. সাইদুল শিকদার রণি ।।
।। মু. সাইদুল শিকদার রণি ।।
খাঁচার পাখি ছেড়ে
দিলাম,
পোঁষ মানাব তাই।
বন্ধন ছেড়ে খাঁচার পাখি,
ছেড়ে গেল আমার বাড়ি।
খুঁজলাম তাকে মন উজার করি----
নাহি পেলাম বাড়ির আঙ্গিনায়।
পোঁষ মানাব তাই।
বন্ধন ছেড়ে খাঁচার পাখি,
ছেড়ে গেল আমার বাড়ি।
খুঁজলাম তাকে মন উজার করি----
নাহি পেলাম বাড়ির আঙ্গিনায়।
প্রাণ পাখি বুঝল না রে হৃদয়ের কথা;
খুঁজতে গেল আপন সুখ,
আমায় ফেলে বিবাগে।
নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে,
খুঁজলাম তাকে বনে-বনে----
নাহি পেলাম কোনো খানে।
এতো ডাকি আয়রে পাখি,
চাহি আমি চারপাশে;
কোথাও না দেখিতে পাহিলাম।
আমার ময়না পাখি,
প্রাণে চাইতে বেশি----
ভালবাসি তাকে আমি।
এতো ডাকি আয়রে পাখি,
কোনোখানে গেলিরে তুই,
ফেলে আমায় একা ।
আয়রে পাখি ফিরে আয়,
আমার প্রাণের মাঝে।
আয়রে তুই,
আমি আছি পথ চাহি;
আয় প্রাণের পাখি।
আয় ফিরে আয়,
রাখব তোকে আমি;
হৃদয়ের মাঝে ধরি।
তারিখঃ ১৫/১২/২০১০
0 Comments