বনরাজি
।। মুঃসাইদুল
শিকদার রণি ।।
তোমায় যতই দেখি,
আমার ততই হিংসা জাগে।
তোমার হাওয়ায় বসে,
অশ্রুতে আমার আঁখি ভাসে।
আমার ততই হিংসা জাগে।
তোমার হাওয়ায় বসে,
অশ্রুতে আমার আঁখি ভাসে।
তোমার হাসি দেখিলে,
আমার হিংসা হয় চিত্তে।
তুমি পাড়
সব সময় হাসতে,
আমি কেন পারি না?
তোমায় ছোঁয় না পাপে,
আমায় কেন কাঁদায় সে ?
দিবস রজনীতে ।
আমি কেন পারি না?
তোমায় ছোঁয় না পাপে,
আমায় কেন কাঁদায় সে ?
দিবস রজনীতে ।
তোমরা সবাই জগৎ জুড়ে,
করছো মিলে রাজত্ব।
আমারা বিশ্ব জুড়ে,
করছি সবাই দ্বিষৎ।
করছো মিলে রাজত্ব।
আমারা বিশ্ব জুড়ে,
করছি সবাই দ্বিষৎ।
তোমরা সবাই শান্ত
শ্যামল,
আমরা কেন ধ্বংস প্রবল।
বিশ্ব চায় তোমায়,
তুমি ছাড়া বিশ্ব অচল।
আমরা কেন ধ্বংস প্রবল।
বিশ্ব চায় তোমায়,
তুমি ছাড়া বিশ্ব অচল।
0 Comments